November 25, 2016

Shona - Haripada Bandwala Bangla Song Lyrics Download

Song: Shona
Singers: Nakash Aziz & Antara Mitra
Lyrics: Prasen
Composer: Indraadip Dasgupta

সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেন বোঝনা
আমি হেব্বি রোম্যান্টিক
আর অল্প ডিমান্ডিং।

রানী তুমি আর সেজোনা ফানি
আমি টানব তোমার ঘানি
যদি সাচ্চা লাভার হও
আর একটু কেয়ারিং।

কাল গেলো, কুল গেল
জাত গেল, মান গেল,
জান গেল প্রান গেল রে!
চাউনিতে চাউনিতে
দুচোখের ব্রাউনিতে,
মন আনচান গেল রে! [ ২ বার ]

সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেন বুঝনা
আমি হেব্বি রোম্যান্টিক।

তোমার মনের কোনে
যদি বাজে সাইরেন
প্রেম প্রেম খেলে নিতে চাই

চরবো সাইকেলে
কিংবা টয় ট্রেনে
এনে দেব যা বলবে তাই। [ ২ বার ]

হানি রেখো বাংক ব্যালেন্সে মানি
তবে থাকব আমি জানি
তুমি হও যতই  হ্যান্ডসাম
আর হও না ডেয়ারিং। [ ২ বার ]

কাল গেলো, কুল গেল
জাত গেল, মান গেল,
জান গেল প্রান গেল রে!
চাউনিতে চাউনিতে
দুচোখের ব্রাউনিতে,
মন আনচান গেল রে! [ ২ বার ]

সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেন বুঝনা
আমি হেব্বি রোম্যান্টিক।

দুচোখের ক্রেজি ক্রেজি
নজরেরা হিজিবিজি
চালে ও চলনে লাগে ভয়

কনফিডেন্স পেলে
পার্মানেন্ট হলে
তবেই তো থেকে যাওয়া যায়

সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেন বোঝনা
আমি হেব্বি রোম্যান্টিক
আর অল্প ডিমান্ডিং।

সোনা আজ শেষ করো দিন গোনা
বুঝেও কেন বুঝনা
আমি হেব্বি রোম্যান্টিক।

Related Posts

Shona - Haripada Bandwala Bangla Song Lyrics Download
4/ 5
Oleh