December 12, 2016

Mor Shopner Sathi Tumi Kishor Kumar Bangla Song Lyrics

শিল্পীঃ কিশোর কুমার
এ্যালবামঃ বেষ্ট অফ
মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো
আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো
বৃথা যায় দিন জানি তুমি আসো নাকো
এসো গো এসো গো...
ভালতো লাগেনা, মনতো জাগেনা
সব রঙ হারিয়ে ফুল ঝরে যায়
কেন লজ্জাতে তুমি শুধু মুখ ঢাকোনা
ভীরু দৃষ্টি মরি কি সৃষ্টি, লাগে যে মিষ্টি
এসো গো কাছে
দেখে দিয়ে তুমি মিছে মন রাখো
কেন হায় বোলো না , করো এ ছোলনা
শুধু শরমে থাকো সরে
মুখের ও ছবি তুমি মোর চোখে আঁকও

Related Posts

Mor Shopner Sathi Tumi Kishor Kumar Bangla Song Lyrics
4/ 5
Oleh