শিল্পীঃ কিশোর কুমার
এ্যালবামঃ বেষ্ট অফ
এ্যালবামঃ বেষ্ট অফ
মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো
আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো
বৃথা যায় দিন জানি তুমি আসো নাকো
এসো গো এসো গো...
আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো
বৃথা যায় দিন জানি তুমি আসো নাকো
এসো গো এসো গো...
ভালতো লাগেনা, মনতো জাগেনা
সব রঙ হারিয়ে ফুল ঝরে যায়
কেন লজ্জাতে তুমি শুধু মুখ ঢাকোনা
সব রঙ হারিয়ে ফুল ঝরে যায়
কেন লজ্জাতে তুমি শুধু মুখ ঢাকোনা
ভীরু দৃষ্টি মরি কি সৃষ্টি, লাগে যে মিষ্টি
এসো গো কাছে
দেখে দিয়ে তুমি মিছে মন রাখো
এসো গো কাছে
দেখে দিয়ে তুমি মিছে মন রাখো
কেন হায় বোলো না , করো এ ছোলনা
শুধু শরমে থাকো সরে
মুখের ও ছবি তুমি মোর চোখে আঁকও
শুধু শরমে থাকো সরে
মুখের ও ছবি তুমি মোর চোখে আঁকও
Mor Shopner Sathi Tumi Kishor Kumar Bangla Song Lyrics
4/
5
Oleh
Dr Sujon Paul